একটা রোজা রেখেছেন অপু বিশ্বাসের ছেলে!
‘সবাই মিলে বাংলাদেশ’ এই স্লোগানে রোজায় মাসব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। আর তাদের এই উদ্যেগে পাশে দাড়িয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের সাথে ইফতার করেন এই নায়িকা, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্টজনরা। এ সময় তিনি সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার তুলে দেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন উদ্যোগের প্রশংসা করেন অপু বিশ্বাস। তিনি বলেন, এখানে এসে নিজেকে ভীষণ গর্ববোধ মনে করছি, আমি যখন তাদের হাতে খাবার তুলে দিচ্ছিলাম তখন আবেগ কাজ করছিল, মনে হচ্ছিলো আবেগে কান্না করে দিব। কেন হচ্ছিলো কি হচ্ছিলো তা আমি বলতে পারব না।
চিত্রনায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। রমজানে তিনি রোজা রাখছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে অপু জানান, ও কে (জয়) প্রত্যেকদিন যদি জিজ্ঞেস করা হয় তুমি রোজা রেখেছো? সে আজকে পর্যন্ত একটা রোজাই রেখেছে। যখনই জিজ্ঞেস করা হয় কয়টা রোজা রেখেছো, সে জানায় একটা রোজা রেখেছি।