ভালোবেসেই মানুষ আমার নামে গরুর নাম রাখে: হিরো আলম

এন্টারটেইনার আশরাফুল আলম। সবার কাছে তিনি পরিচিত হিরো আলম নামে। প্রায় সময়ই নানান ইস্যুতে আলোচনা-সমালোচনায় থাকেন এই ইউটিউব তারকা। কোরবানির ঈদকে কেন্দ্র করে অনেকেই তার নামের সঙ্গে মিলিয়ে নিজের পোষ্য গরুর নাম রাখেন। তবে বিষয়টিকে পজিটিভ ভাবেই দেখছেন এই কনটেন্ট ক্রিয়েটর।

এ প্রসঙ্গে হিরো আলম জানান, যারা আমাকে ভালোবাসেন তারা আমার নামে গরুর নাম রাখে। আর এটা নিয়ে আমার কোনো রাগ নাই, অভিমান নাই। কারণ, হিরো আলমের নামের একটা দাম আছে। সবমিলিয়ে ক্রেতারা গরুটা কেনে।মঙ্গলবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পেজের এক ভিডিওতে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

হাটে আপনার নামে গরু ওঠে বিক্রির জন্য, বিষয়টি কীভাবে দেখেন? উত্তরে হিরো আলম বলেন, প্রতিবারই তো হিরো আলমের নামে মানুষ গরু পালে, যারা বিক্রি করে। হিরো আলমের নামে গরুর নাম দিলে হয়তো ভালো বিক্রি হবে। তিনি আরও বলেন, কেউ হয়তো ভালোবেসে শখ করে এটা রাখে। গরুর নাম হিরো আলম, এবারের ঈদেই নতুন না। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তাই এটা নিয়ে মন খারাপ করি না আমি। তারা আমাকে ভালোবাসে, এজন্য আমার নামে তারা গরুর নাম রাখে।

কনটেন্ট ক্রিয়েটর বলেন, এ বছর গাবতলী হাটে আমার নামে গরু আসলে, আমি ফ্রি থাকলে অবশ্যই হাটে গরুটা দেখতে যাব।

আরো পড়ুন