বিদ্যুৎ আপনাদের কাছে আমানত – রাজী মোহাম্মদ ফখরুল
দেবীদ্বার প্রতিনিধিঃ বিদ্যুৎ সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে আমানত এ আমানতকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটে পরিনত করতে হবে। আপনারা জানেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাদের দলের সব নেতারা লুট পাটে ব্যস্ত ছিলো, তারা ভোটও লুটেছে মানুষের জান মালও লুটেছে, উন্নয়ন করেনি। কিন্তু এ সরকার মানুষের আয় বাড়িয়ে দিয়েছে, মানুষ এখন দারিদ্র সীমার নিচে কেউ নেই।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ কোল্ড স্টোরেজ’র সামনে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে ১০ এমভিএ উপকেন্দ্র-২ এর ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, কুমিল্লা-৪( দেবিদ্বার) এর সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল।
তিনি আরও বলেন, আগামীতে নৌকায় ভোট দিয়ে এই উন্নয়নকে আরও বেগবান করতে হবে। দেবিদ্বারের রাস্তাঘাট, মসজিদ-মন্দির, ব্রীজ-কালর্ভাটসহ যাবতীয় উন্নয়ন করে সোনার বাংলার সোনার দেবিদ্বার উপযোগী করে গড়ে তোলা হবে। বিদ্যুতের এ উপকেন্দ্রটি আগামী জুন মাসের মধ্যে শেষ করা হবে। এ উপকেন্দ্রটি স্থাপনের ফলে দেবিদ্বারবাসী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে। ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এটি এখন আর স্বপ্ন নয় এটি এখন বাস্তবের পথে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর দেবিদ্বার বৈদ্যুতিক উপকেন্দ্র-২ এর ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা (উত্তর ) পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম মিয়া, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জয়নুল আবেদীন, কুমিল্লা জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মোসা. শিরিন সুলতানা, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও প্রভাষক সাইফুল ইসলাম শামীম সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার জোনাল অফিসের জিএম মো. সাদেক জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য শাহাদাত হোসেন মিঠু, স্বেচ্ছাসেবকলীগের উপজেলা যুগ্ম আহবায়ক আবদুল মান্নান মোল্লা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল, উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, এলাহাবাদ ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা মো. মোস্তফা কামাল চৌধুরী, রুসুলপুর ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম ও যুবলীগের জাফরগঞ্জ ইউনিয়ন সভাপতি অপু বিশ্বাস প্রমুখ।