রিজওয়ান-নারিনকে রেখে দিল কুমিল্লা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য বিদেশি তিন তারকা ক্রিকেটারকে ধরে রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লার হয়ে গত আসরে খেলা পাকিস্তানের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনিল নারিনকে ধরে রেখেছে গত আসরের চ্যাম্পিয়নরা।
দেশের তারকা ক্রিকেটার লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান ও স্পিনার তানভীর ইসলামকে রিটেইন করেছে কুমিল্লা।
এছাড়া জাতীয় দলের তরুণ তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে কুমিল্লা। তাওহিদ গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন।