টিকটকারদের জ্বালায় অতিষ্ঠ হয়ে বাগানে টিকিট চালু করলেন মালিক

ময়মনসিংহের ত্রিশালের সতেরোপাড়া এলাকা। সূর্যমুখি চাষ করে বিপাকে দুই কিশোর। শখের বসে, বাড়ির সামনের জমিতে সূর্যমুখি ক্ষেত করে তারা। ফুল ফুটতেই খবর ছড়ায় আশপাশের এলাকায়। ছবি তুলতে দলে-দলে মানুষ ছুটতে থাকেন।

কেউ করছে টিকটক আবার কেউ বানাচ্ছে রিলস। ভেঙে ফেলছে গাছ, ছিঁড়ছে ফুল। অবস্থা বেগতিক দেখে বাগান মালিক ক্ষেতে বেড়া দিয়ে করেছেন টিকিটের ব্যবস্থা। ফুল ছিঁড়লে হচ্ছে জরিমানাও।

ক্ষেতে দর্শনার্থী প্রবেশে চালু করা হয়েছে টিকিট। মূল্য ২০ টাকা। ফুল ছিঁড়লে নেয়া হচ্ছে ক্ষতিপুরণও। তবুও, নিস্তার নেই। কোনো কথাই শুনছে না এক শ্রেণির ফেসবুক আর টিকটকাররা। বানাচ্ছে নানা ভিডিও। তুলছে ছবি।

সূর্যমুখি চাষে দুই কিশোরের খরচ হয়েছে পাঁচ হাজার টাকা।

আরো পড়ুন