৯ বছর পর কুমিল্লা মহানগর ছাত্রলীগের সম্মেলন
কুমিল্লা মহানগর ছাত্রলীগের সর্বশেষ কমিটি হয়েছিল ২০১৫ সালের ২৩ জুলাই। ৭ সদস্যের ৩ মাস মেয়াদী এই কমিটি ৯ বছর অতিক্রম করলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার (১১ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রথম সম্মেলন। সম্মেলনে কমিটি ঘোষণা হতে পারে বলে জানা গেছে।
এ দিলে সম্মেলন ঘিরে প্রস্তুতি নিয়েছে মহানগর ছাত্রলীগ। কুমিল্লা টাউন হল মাঠে নগরীর ২৭টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এ দিন একত্রিত হবেন। বর্ণিল সাজে সাজানো হচ্ছে কুমিল্লা টাউন হল মাঠ। সম্মেলনে প্রায় ৫ হাজার নেতাকর্মী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
মহানগর নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, পদ পেতে শুরু হয়েছে ‘লবিং’। কর্মীরাও নেতার প্রচার চালাচ্ছেন। মহানগর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন আবেদন করেছেন। তবে স্থানীয় এমপি হাজী আ ক ম বাহারের অনুসারী মহানগর ছাত্রলীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সোহেল সভাপতি ও নগরের ২১ নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা মোশারফ মজুমদার মুন সাধারণ সম্পাদক পদ পেতে পারেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে কুমিল্লা মহানগর ছাত্রলীগের বর্তমান আহ্বায়ক আব্দুল আজিজ সিহানুক বলেন, কুমিল্লা মহানগর ছাত্রলীগ আ ক ম বাহাউদ্দীন বাহার এমপির দিকনির্দেশনায় সবসময় ঐক্যবদ্ধ ছিল, থাকবে। তবে কমিটিতে কে স্থান পাবে এখনও বলা যাচ্ছে না।
সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ।