পরীক্ষার হলে মোমবাতি নিয়ে যেতে বিজ্ঞপ্তি

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে স্নাতক তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় আলো স্বল্পতার কারণে মোমবাতি বা চার্জলাইট নিয়ে যেতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

গত বুধবার (৮ মে) দেওয়া এই বিজ্ঞপ্তিতে সই করেছেন এ পরীক্ষা কমিটির আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগ বা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন হলে সাময়িকভাবে পরীক্ষার হলে আলোর স্বল্পতা হতে পারে। সে জন্য পরীক্ষার্থীদের ছোট চার্জলাইট অথবা মোমবাতি সঙ্গে রাখতে হবে।

এদিকে এই বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অনেকে বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন।

কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা বলছেন, পরীক্ষার হলে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুতের ব্যবস্থা করার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের। শিক্ষার্থীরা জনে জনে মোমবাতি অথবা চার্জলাইট নিয়ে আসবে, বিষয়টি অদ্ভুত।

পরীক্ষা কমিটির আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন, স্নাতক তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন ১ হাজার ৩০০ জন। ২৩ এপ্রিল পরীক্ষা শুরু হয়। শেষ হবে ১৯ মে। আর মাত্র তিনটি পরীক্ষা রয়েছে। কিন্তু জেনারেটর না থাকার কারণে পরীক্ষার হলে সমস্যা হয়েছিল।

তিনি বলেন, গত ৬ মে পরীক্ষা ছিল। সেদিন বৈদ্যুতিক গোলযোগ হয়েছিল। মোমবাতি ও মুঠোফোনের আলো জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়। এরপর বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এছাড়া জেনারেটরের বাজেট চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।

আরো পড়ুন