বুড়িচংয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
বুড়িচং প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বুড়িচংয়ে পালিত হল ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী। উপজেলার ছাত্রলীগের সভাপতি মো: জালাল উদ্দিন ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার বাছির খান এর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিন শেষে উপজেলার আওয়ামীগের কার্যালয়ে কেক কাটার পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগের সভাপতি মো: জালাল উদ্দিন ও সাধারন সম্পাদক বাছির খান। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি মো: হিমেল খান, সাবেক ছাত্রলীগ নেতা মো: জুয়েল , কাজী আবদুল জলিল, কাইয়ুম।কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আশিকুর রহমান রাজিব, সাজেদুল আলম সাজিদ, মো:শামীম। উপজেলা ছাত্রলীগ নেতা দুলাল হোসেন মাস্টার, গিয়াস উদ্দিন, সাগর বাহাদুর, সুমন, কামাল হোসেন, মামুন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরফিন পন্নি, রায়হান, পাবন, শরিফুল ইসলাম, মামুন, তুহিন, কামরুল হাসান হিরা, বিল্লাল হোসেন, হাসিব, রিফাত, নাজির মুন্সী, মোস্তাকিম, রবিউল, সাগর, রামিম, সৈয়দ, সুমন, বসিউর, আতিক, সোহেল, অপু, ইকবাল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের ক্ষমতাসীন আওয়ামীলীগের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় অঙ্গীকার ফুটে উঠেছে। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম ও গণতন্ত্রের ভূমিকা তুলে ধরতে সংগঠনটির গৌরবোজ্জ¦ল ভূমিকা চিত্র ফুটিয়ে তুলা হয়েছে। এছাড়া ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা অধিকার আন্দোলন, ১৯৬৬ সালের ৬দফা আন্দোলন, ১৯৬৯ গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধ সহ সংগঠনের সোনালী অর্জনগুলো সবার মাঝে তুলে ধরেন। তারা আরো বলেন, দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও ক্ষমতায় দেখতে হলে আমাদের সকলকে ঐক্যবন্ধ হয়ে আমাদের নেতা আবদুল মতিন খসরু কে আগামী নির্বাচনে জয়যুক্ত করতে হবে। তিনি জয়ী হলেই আমরা জয়ী।