কোটা আন্দোলনে সংঘর্ষে; আরও ২ শিক্ষার্থীর মৃত্যু
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের একজন ইমতিয়াজ আহমেদ ডালিম (২০) ও অপরজন মো. মাইনুদ্দিন (২৫)। এরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।
শুক্রবার (২৬ জুলাই) ভোর ৪টার দিকে মারা যায় রামপুরা এলাকায় গুলিবিদ্ধ শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ডালিম (২০)। তিনি তেজগাঁওয়ে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিবিএতে পড়তেন।
এদিকে গত ২১ জুলাই যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় সহিংসতায় মাইনউদ্দিন আহত হন। পরে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মারা যান তিনি। নিহত মাইনউদ্দিন গোপালগঞ্জ সদর উপজেলার কামরুল ইসলামের ছেলে।
মাইন উদ্দিনের পিতা মো. কামরুল ইসলাম বলেন, আমার ছেলে মাদ্রাসার শিক্ষার্থী। গত ২১শে জুলাই যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় টিউশনি শেষ করে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়।