ভারতের ১৪০ কোটি মানুষ বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন: মোদি

বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভারতের ১৪০ কোটি মানুষ উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিল্লির লাল কেল্লায় দেশের স্বাধীনতা দিবসের ভাষণে এই কথা বলেছেন তিনি। খবর এনডিটিভির।

মোদি বলেন, ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি বাংলাদেশে পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক।

গত সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি এখন ভারতে অবস্থান করছেন।

গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে গণঅভ্যুত্থানে রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। কোটা আন্দোলন এবং এর জেরে সারাদেশে সহিংসতায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়।

আরো পড়ুন