সৈকতে গোসলে নেমেছিলেন দম্পতি, লাশ হয়ে ফিরলেন স্বামী

কক্সবাজার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নাফি শাহরিয়ার (৩০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সৈকতের ইনানী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নাফি শাহরিয়ার ঢাকার বংশাল এলাকার নুর মোহাম্মদের ছেলে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তানভীর হোসেন বলেন, সকালে নাফি শাহরিয়ার তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। পরে তারা ইনানী এলাকার একটি হোটেল ওঠেন। দুপুরে স্বামী-স্ত্রী মিলে সৈকতে গোসলে করতে যান। গোসলের এক পর্যায়ে ভাটার সময় স্রোতের টানে দুজনে ভেসে যেতে থাকেন। তাদের শোর-চিৎকারে আশপাশের লোকজন স্ত্রীকে উদ্ধার করতে পারলেও নাফি শাহরিয়ার নিখোঁজ হন।

তিনি বলেন, খবর পেয়ে বিচ কর্মী ও পুলিশ সদস্যরা নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালান। বিকেল পৌনে ৫টার দিকে ইনানী এলাকার সৈকতে নাফি শাহরিয়ারের মরদেহ ভেসে আসে।

কক্সবাজার সৈকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়োজিত বিচ কর্মীদের ইনচার্জ বেলাল উদ্দিন বলেন, দুপুর দুইটার দিকে সৈকতের ইনানী রয়েল টিউলিপ হোটেলের সামনে সাগরে স্বামী-স্ত্রী গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে স্ত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও স্বামী পানিতে নিখোঁজ হয়ে যান। পরে বিকেল পৌনে পাঁচটার দিকে নিখোঁজ নাফি শাহরিয়ারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান গণমাধ্যমকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো পড়ুন