বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগ, আবেদন সাড়ে ১৬ বছরেই

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি ৯৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে কমিশন্ড অফিসার পদে জনবল নিয়োগে প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;

পদের নাম: ৯৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স;

শিক্ষাগত যোগ্যতা

* এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ-৫ ও অন্যটিতে জিপিএ-৪ দশমিক ৫ থাকতে হবে;

* ইংরেজি মাধ্যমের ‘ও’ লেভেলের ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ গ্রেড এবং ৩টিতে ‘বি’ গ্রেড থাকতে হবে। অথবা,

* ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের ১টিতে ‘এ’ গ্রেড ও ১টিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে;

* ইংরেজি মাধ্যমের ‘এ’ লেভেলের ন্যূনতম দুটি বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে;

শারীরিক যোগ্যতা

* পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০—৩২ ইঞ্চি এবং ওজন ৫৪ কেজি;

* নারী: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮—৩০ ইঞ্চি এবং ওজন ৪৬ কেজি;

বয়সসীমা

* আগামী ১ জুলাই ২০২৫ তারিখে বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছর;

* সশস্ত্র বাহিনীতে কর্মরতদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর;

জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে;

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি

প্রার্থীদের রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকা এবং অনলাইনে আবেদন ফি বাবদ ১০০০ টাকাসহ মোট ২০০০ টাকা টেলিটক/ভিসা/মাস্টারকার্ড/টিএপি/বিকাশ/নগদ/রকেট ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে;

লিখিত পরীক্ষা

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকারপত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;

গুরুত্বপূর্ণ তারিখ

* আবেদনের শেষ সময়: আগামী ১৯ অক্টোবর;

* স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার তারিখ : আগামী ২৭ অক্টোবর—৭ নভেম্বর পর্যন্ত;

* লিখিত পরীক্ষার তারিখ: আগামী ১৫ নভেম্বর সকাল ৯টায়;

* লিখিত পরীক্ষার ফলাফল: আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই ওয়েবসাইটে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে;

বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

আরো পড়ুন