মেঝেতে পাতলা তোশকে ঘুমাচ্ছেন সাবেক এমপি

একটি কক্ষের মেঝেতে পাতলা একটি তোশকের ওপর চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর ঘুমানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (৯ অক্টোবর) থেকে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে।

তবে এটি কোথায়, কখন তোলা হয়েছে তার সঠিক তথ্য না পেলেও কেউ কেউ বলছেন, ছবিটি চট্টগ্রাম কারাগারে ঘুমন্ত অবস্থায় তোলা। আবার কেউ বলছেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে গেলে সেখানে ঘুমন্ত অবস্থায় তোলা। এ ছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়া কারাগারেও কিছু দিন বন্দি ছিলেন। সেখানেও তোলা হয়ে থাকতে পারে ছবিটি।

ভাইরাল হওয়া ছবি সম্পর্কে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সেলে আটক আছেন। তার একটি ছবি আমার নজরেও এসেছে। কারাগারের সেলের ভেতর ছবি তোলার কোনও সুযোগ নেই। আর এটি চট্টগ্রাম কারাগারের ভেতরের দৃশ্যও নয়। হয়তো তাকে জিজ্ঞাসাবাদের জন্য যখন রিমান্ডে নেওয়া হয়েছিল সেখানে তোলা হতে পারে।’

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিরাজুল ইসলাম বলেন, ‘ছবিটি আমারও নজরে এসেছে। আমি মাত্র কয়েকদিন আগে বদলি হয়ে চট্টগ্রামে এসেছি। এ কারণে কোথায় তোলা হয়েছে- তা বলতে পারছি না।’

মাটিতে পাতলা একটি তোশকের ওপর ঘুমানোর ছবিটি পোস্ট করে ফটিকছড়ি নিউজ নামে একটি পেজে লেখা হয়, ‘চেনা যায়? তবুও মানুষ জুলুম ও অহংকার করে। শিক্ষা নাও, ক্ষমতা কখনও চিরস্থায়ী নয়। দামি কাপড়, বিছানা বদলে গেলো চোখের পলকে।’

লিজা আক্তার নামে একজন ছবিটি পোস্ট দিয়ে তার ফেসবুকে লেখেন, ‘ক্ষমতা কখনও চিরস্থায়ী নয়, তবুও মানুষ অহংকার করে। যে ব্যক্তির জুতায় সামান্য ধূলা লাগতে দেয়নি, সেই ব্যক্তি বিছানার চাদর, বালিশের কাভার ছাড়া ঘুমাচ্ছেন।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন চট্টগ্রামের এই এমপি। ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার করা হয় তাকে।

আটকের পর ফজলে করিমকে আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। সেখান থেকে তাকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে। সবশেষ ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টার যোগে তাকে সেখান থেকে চট্টগ্রামে আনা হয়।

২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম আদালতে তোলা হয়। ওই দিন নির্বাচনী এলাকা রাউজানে হত্যাচেষ্টা মামলায় এ বি এম ফজলে করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পুলিশ জানায়, রাউজানে মুনিরীয়া যুব তাবলিগ কমিটির দলইনগর-নোয়াজিষপুর শাখায় (এবাদতখানা) ভাঙচুরের অভিযোগে করা মামলার এক নম্বর আসামি ফজলে করিম চৌধুরীর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ২৩ আগস্ট সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, তার ছেলে ফারাজ করিম চৌধুরীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলাটি করেন মুনিরীয়া যুব তাবলিগ কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন।

ফজলে করিম আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ভাঙচুর, দখলসহ বিভিন্ন অভিযোগ এখন পর্যন্ত ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ১০টি মামলা হয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন