৪৪ মামলার আসামি ‘বোমা কুদ্দুস’ গ্রেপ্তার
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরের চাঞ্চল্যকর সজিব মুন্সি হত্যা মামলাসহ প্রায় অর্ধশতাধিক মামলার পলাতক আসামি ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারী ওরফে বোমা কুদ্দুস (৫৩) ও তার প্রধান সহযোগী ফারুককে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার বিকেলে রাজধানীর শান্তিনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সকালে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে জাজিরা থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার চেয়ারম্যান কুদ্দুস বেপারীর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, লুটপাট ও মানবপাচারসহ অন্তত ৪৪টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অব্যাহতি পেলেও বেশ কিছু মামলায় তিনি পলাতক আসামি ছিলেন। এ ছাড়াও কুদ্দুস বেপারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে রিয়াজুল তালুকদার নামে শ্রমিকদল কর্মী নিহত হওয়ার ঘটনায় এজাহারভুক্ত আসামি। অপরদিকে তার সহযোগী ড্রাইভার ফারুকের বিরুদ্ধে জাজিরা থানায় হত্যা মামলাসহ অন্তত ২০টি মামলা রয়েছে।
র্যাব-১০ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপির পল্টন থানাধীন শান্তিনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাশপুর এলাকায় চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সবুজ মুন্সি হত্যা মামলাসহ উল্লেখিত মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি বিলাসপুর ইউনিয়ন চেয়ারম্যান কুদ্দুস বেপারী ওরফে বোমা কুদ্দুস (৫৩) ও তার প্রধান সহযোগী ও ড্রাইভার মো. ফারুককে (২৯) গ্রেপ্তার করে।
জাজিরা থানার ওসি আল-আমিন বলেন, ঢাকার শান্তিনগর থেকে কুদ্দুস বেপারীকে আটক করে র্যাব-১০। এরপর আমাদের অবগত করলে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আমরা র্যাব-১০ থেকে তাকে হেফাজতে নিই। পরে তাকে নিয়মিত মামলায় আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।