সাড়ে ৪ বছর পর সশরীরে ওয়াজ মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারী

দীর্ঘ সাড়ে ৪ বছর পর দেশে অনুষ্ঠিতব্য একটি ইসলামি মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে সশরীরে যোগ দেবেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি। মাহফিলটি যৌথভাবে আয়োজন করেছে মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ।

আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মাহফিল অনুষ্ঠিত হবে কক্সবাজারের বৃহত্তর সাবেক গুলদি তাফসীর ময়দান, পেকুয়া (বারবাকিয়া বাজার ব্রিজের দক্ষিণ-পশ্চিমে)। মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে ড. মিজানুর রহমান আজহারি ছাড়াও আলোচনায় অংশ নেবেন আলোচিত বক্তা শায়খ মুফতী কাজী ইব্রাহিম, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, শায়খ মুফতী জসিম উদ্দিন রহমানী, আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী, হাফেজ মুফতী আমীর হামজা, এবং কুষ্টিয়ার মাওলানা সাদিকুর রহমান আজহারী।

মাহফিল কমিটির সদস্য মিজানুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, পোস্টারে উল্লেখিত সব মুফাসসিরই উপস্থিত থাকবেন। তিনি সুষ্ঠুভাবে মাহফিল সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন এবং উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে, মুফতী আমীর হামজা নিজ ফেসবুক পেজে জানান, তিনি এই মাহফিলে যোগ দিচ্ছেন না। আজ শনিবার (১৪ ডিসেম্বর) এক স্ট্যাটাসে তিনি বলেন, কক্সবাজারের উক্ত মাহফিলটির সাফল্য কামনা করি। তবে, সেখানে উপস্থিত থাকতে পারবো না। ২৭ ডিসেম্বর দুপুরে চুয়াডাঙ্গার বিষ্ণুপুর এবং রাতে কুষ্টিয়ার পাটিকাবাড়ির মাহফিলে অংশগ্রহণ করবো।

মাহফিলটি মরহুম মাওলানা শহীদ উল্লাহ’র ২য় ইছালে সাওয়াব ও ৮ম তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে আয়োজিত। আয়োজকরা আশা করছেন, এটি একটি ঐতিহাসিক মাহফিল হবে এবং ইসলামের মেসেজ ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।

আরো পড়ুন