আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে বাঁশগাড়ি ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। টেঁটা ও বন্দুকযুদ্ধে প্রাণ হারান তিনজন। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল এবং নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাকির হোসেন রাতুল এবং আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে রাতুলের দুই সমর্থক এবং আশরাফুল ইসলামের একজন নিহত হন। সংঘর্ষ বাঁশগাড়িতে শুরু হলেও তা মির্জাচরের দিকে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।

তবে, এ বিষয়ে বিস্তারিত জানতে নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ এবং বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি, কারণ তারা ফোন রিসিভ করেননি।

আরো পড়ুন