‘চমৎকারভাবে’ কাজ করছে পুলিশ, এখন পরিস্থিতি অনেক ভালো

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাগরিকদের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, এখন পরিস্থিতি ‘অনেক ভালো’।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, “ল অ্যান্ড অর্ডার ভেরি গুড ইনশাল্লাহ। একটা-দুইটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা বলতে পারবেন না।

“আমি মনে করি বিচ্ছিন্ন এক-দুইটি, মেইনলি মোবাইল ছিনতাই ব্যতীত কোনো অপরাধ নেই। ল অ্যান্ড অর্ডারে কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ নরমাল ইনশাল্লাহ।”

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে একটি রিকশাকে ধাক্কা দেয় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা এক যুগল এর প্রতিবাদ জানান।

এরপর রিকশায় ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা ওই দম্পতিকে হুমকি দেয় এবং একপর্যায়ে ‘কিল-ঘুসি’ মারে। পরে তারা ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনলে তারা অস্ত্রসহ ওই যুগলের ওপর চড়াও হয়।

সাজ্জাত আলী বলেন, “একটি ঘটনা সিগনিফিক্যান্ট ঘটনা দুইদিন আগে হয়েছে উত্তরাতে, যেটা ফেইসবুকে ভাইরাল হয়েছে। যে ঘটনার ৫ জনকেই অ্যারেস্ট করা হইছে।

“আমরা সাকসেসফুলি ওইটা হ্যান্ডল করছি। আমার অফিসার, ফোর্স- সবাই আমরা মনোবল ফিরে পেয়েছি এবং চমৎকারভাবে কাজ করতেছি।”

জামিনে থাকা ‘শীর্ষ’ সন্ত্রাসীদের কারণে একুশে ফেব্রুয়ারির নিরাপত্তায় কোনো শঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে, তাদের এরিয়া অব ক্রাইম বা এরিয়া অব অপারেশন এক জিনিস। আর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ভিন্ন জিনিস। এখানে তো তাদের কোনো ইন্টারেস্ট নেই।

“শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে, তারা চাঁদা আদায় বা এটা সেটায় তাদের ইন্টারেস্ট। আর তারা যারা বাইরে আছে আমরা জানি, তাদেরকে আমরা ট্রেস করতেছি, তারা কোণঠাসার মধ্যেই আছে। একেবারে তারা যে ফ্রি অপারেশন করতে পারছে- এমন কিছু নয়।”

আরো পড়ুন