গরু চোর সিন্ডিকেটের প্রধানকে গ্রেপ্তার করায় ওসির বাড়ি থেকে গরু লুট!

চট্টগ্রামের চকবাজার থানার ওসি জাহেদুল কবিরের পেকুয়ার গ্রামের বাড়িতে রাতে গুলি বর্ষণ করে গরু চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা দুটি গরু লুট করে নিয়ে যায়।

রোববার (২ মার্চ) গভীর রাতে গরুর খামারের লোকজন ঘুমিয়েছিল। হঠাৎ গুলির শব্দে সবার ঘুম ভেঙে যায়। এ সময় বাইরে রাস্তায় দাঁড়ানো চোরদের বহনকারী পিকআপ গাড়িতে খামারের দুটি গরু তোলা হয়। তারা গরু দুটি নিয়ে বিনা বাধায় চকরিয়ার বরইতলি রাস্তার মাথার দিকে চলে যায়।

রোববার রাত দুটার দিকে পেকুয়া-বরইতলি সড়কের পেকুয়া সদর ইউনিয়নের চড়াপাড়া (সালাহউদ্দিন ব্রিজ নামে পরিচিত) এলাকায় মাস্টার আহমদ কবিরের বাড়িতে গরু চুরির এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পেকুয়া থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাস্টার আহমদ কবিরের বড় ছেলে জাহেদুল কবির চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চকবাজার থানার ওসি। মাস্টার আহমদ কবিরের ছোট ছেলে মনিরুল কবির রাশেদ একজন গরুর খামারি। সম্প্রতি চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের গরু চোর সিন্ডিকেটের শীর্ষ ডাকাত আলোচিত চকরিয়ার সাহারবিলের ইউপি চেয়ারম্যান নবী হোছাইনকে গ্রেপ্তার করে চকবাজার থানার ওসি জাহেদুল কবির।

শীর্ষ এ গরুর চোর সিন্ডিকেটের প্রধান নবী হোছাইনের অনুসারীরা তাদের লিডারকে গ্রেপ্তার করার ক্ষোভ থেকে ওসির গ্রামের বাড়ির গরু ডাকাতি করার ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখার দাবি করেন স্থানীয় জনসাধারণ।

এ ব্যাপারে নগরীর চকবাজার থানার ওসি জাহেদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট পেকুয়া থানা পুলিশের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, রাতে গরু চুরির ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। চোরের দল দুটি গরু নিয়ে যায়। চিহ্নিত চোর ধরতে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন