মানুষকে ইসলামি শিক্ষা দিতে ভালো লাগে: লুবাবা

প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে।
সর্বশেষ তাকে ট্রল হতে দেখা গেছে ‘হাউন আঙ্কেল’ নিয়ে! ডিবি কর্মকর্তা হারুনের অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সবাই তাকে ‘হাউন আঙ্কেল’ নামেই ডাকছে। কারণ সিমরিন লুবাবা একবার সাইবার সমস্যা নিয়ে হারুনের কাছে গিয়ে দ্রুত সমাধান পেয়েছিলেন। সেই অভিজ্ঞতা গণমাধ্যমকে প্রকাশ করতে গিয়ে অতি উত্তেজনাবশত লুবাবা হারুনকে ‘হাউন’ বলে ফেলেছিলেন।
যদিও মাঝেমধ্যে তার কথার কারণে সমালোচনায় পড়তে হয়, তবু লুবাবা নিজ মনে এগিয়ে চলছে, নিজের পথে।
এখন লুবাবাকে ধর্মীয় পোশাকে আবৃত থাকতে দেখা যায়।
নিজেও জানিয়েছে ইসলামি নিয়ম অনুসারে পথ চলছে সে। সম্প্রতি অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেয়েছে লুবাবা। সেই খবর জানিয়ে সামাজিক মাধ্যমে এক ভিডিও শেয়ার করেছে লুবাবা। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে। আমি নিজেও শিখছি।’
সিমরিন লুবাবা অনেক দিন ধরেই ইসলামী রীতিতে চলছে। সামাজিক মাধ্যমে বোরকায় ঢেকে হাজির হয়, ছবি ও ভিডিও পোস্ট করে সেভাবেই। কথাবার্তা ও চলনেও দেখা যায় ইসলামি রীতিনীতির ছাপ।
এক সময় কটাক্ষের শিকার হলেও জীবন আচার বদলানোয় আজকাল বেশ প্রশংসা পাচ্ছে সে। বর্তমানে নিয়মিত ভ্লগিং করছে লুবাবা। এ ছাড়া ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবেও নেটিজেনদের কাছে প্রিয়মুখ হয়ে উঠছে। সামাজিক মাধ্যমে ফুড ভ্লগিং, ট্যুর ভ্লগিং করতে দেখা যায় তাকে।
সংস্কৃতিমনা পরিবারে জন্ম লুবাবার। দাদার অনুপ্রেরণায় এসেছিলেন অভিনয়ে। শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন অনেক নাটকে। বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে। সিনেমাতেও মিষ্টি সব চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন।
তবে হুট করেই যেন নিজেকে বদলে ফেলেছেন তিনি। আপাদমস্তক বোরকায় ঢেকে হাজির হন। কথাবার্তা ও চলনেও দেখা যায় ইসলামি রীতিনীতির ছাপ। এজন্য নেটিজেনদের কাছে এখন খুব পছন্দের নাম লুবাবা।