বাংলাদেশে ফুচকার দোকানের প্রচারে ময়ূখ রঞ্জনের ছবি

বাংলাদেশের একটি ফুচকার দোকানের ছবি ফেসবুকে শেয়ার করেছেন ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত-সমালোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। তার ছবি দিয়ে ফুচকার দোকানে একটি ব্যানারে লেখা হয়েছে, ‘থাকবে না থাকবে না, একটি ফুচকা ও থাকবে না’। তবে এ ফুচকা কলকাতার ধারেকাছেও আসবে না বলে মন্তব্য করেছেন তিনি।
ছবিটি শেয়ার করে ময়ূখ রঞ্জন ঘোষ ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের কোন এক বিশ্ববিদ্যালয়ের সামনে ফুচকার স্টল! সে না হয় ফোকটে আমার ছবি দিয়ে মার্কেটিং করলি, যেভাবে এর আগেও একাধিক হোর্ডিং, ব্যানার পড়েছে ব্র্যান্ড প্রমোশনের। কিন্তু এই যে মেয়েদের ফুচকা বেচলি, কিছু ফুচকা তো ব্যাটা আমাকেও দিয়ে যাওয়া উচিত ছিল পেট্রোপোলে।’
কলকাতার ফুচকার ধারেকাছে আসবে না এসব মন্তব্য করে তিনি বলেন, ‘গন্ধরাজ লেবু, আলু, মটর, ধনেপাতা, তেঁতুল জল, মচ করে ফুটো করে আলু ঠেসে দেওয়া বা দই ফুচকা, পাপড়ি চাট, চুড়মুড়! ইউনুছ খেলেই কুড়মুড় কুড়মুড় করবে। যাই হোক, ব্যবসার মঙ্গল হোক। শ্রীবৃদ্ধি হোক। টেক ফুচকা লাভ।’
ছবিটির কপিরাইট দাবি করে বাংলাদেশের সাংবাদিক জাহিদুল ইসলাম পোস্টে মন্তব্য করেছেন, ‘দাদা আমার তোলা ছবিটি ব্যবহার করলেন, ফটো ক্রেডিট তো দিতে পারতেন। আর এটা কোনো বিশ্ববিদ্যালয়ের সামনের ফুচকা দোকান না। ঢাকার আগারগাঁওয়ের রাস্তার পাশের একটি দোকান। যদিও এর কাছেই একটা স্কুল রয়েছে।’