বাংলাদেশকে অযোগ্য নেতা ও গম চোরদের হাতে তুলে দিয়েন না: হাসনাত আবদুল্লাহ

‘হাইব্রিড’ নেতারা অন্যের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের সন্তানদের ভবিষ্যৎ বিদেশে সুরক্ষিত রাখে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে ঐতিহাসিক জুলাই পদযাত্রা কর্মসূচিতে যোগ দিয়ে তিনি আজ মেহেরপুরের গাংনীতে এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে জন্ম নেওয়া নতুন নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। তবে এনসিপি কখনো বাংলাদেশের বিপক্ষে গেলে, দলটিকে ধাক্কা দিতে দুবার ভাববেন না।

তিনি আরও বলেন, কোনো মার্কা বা ব্যক্তির কাছে আমাদের বিবেক বন্ধক রাখা যাবে না। যারা বাংলাদেশকে ধারণ করে এবং জনপ্রিয়, তাদেরকেই নেতা নির্বাচিত করতে হবে। নির্বাচনের সময় এক শ্রেণির নেতা ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে প্রবেশ করে এবং আগের রাতে ওসি, এসপি ও পোলিং এজেন্টদের কিনে নেয়।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “নেতা নির্বাচনের আগের রাতে টাকা নিয়ে আসবে, একদিন টাকা দেবে আর পাঁচ বছর গোলামী করাবে। ভোটের আগের রাতে যখন আপনাদেরকে টাকা দিতে পারবে, তখন সে সেবক থাকবে না, মালিক হয়ে যাবে, আর আপনি হয়ে যাবেন তার দাস। বাংলাদেশকে অযোগ্য নেতা আর গম চোরদের হাতে তুলে দেবেন না। রাস্তার টাকা মেরে যারা হজ করতে চায়, তাদেরকে ভোট দেবেন না।”

তিনি বলেন, জনগণের পাশে থাকলে দিল্লি বা লন্ডনে পালিয়ে থাকতে হয় না। জনগণ সাথে থাকলে বাংলাদেশেই থাকতে হয়। আমরা কোনো পিন্ডি দিল্লি, লন্ডন ও আমেরিকার উপর নির্ভর করতে চাই না। আমাদের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে বর্গা দিইনি। জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে জনগণের জন্য রাজনীতি করব।

মঙ্গলবার গাংনী বাজার বাসস্ট্যান্ড এলাকায় জুলাই পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমেদ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠন মুজাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন