তিতাস প্রেস ক্লাবে জসিমউদ্দিন সভাপতি আসলাম সম্পাদক
প্রেস বিজ্ঞপ্তিঃ গত ৩০ জানুয়ারি মঙ্গলবার ঢাকার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট হল রুমে তিতাস প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত সাংবাদিকদের কণ্ঠ ভোটের মাধ্যমে সাপ্তাহিক সপ্তাহের শেষদিন পত্রিকার সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লাকে ফের তৃতীয় বারের মত সভাপতি ও ভোরের কাগজ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোঃ আসলামকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন। সভাপতি পদে প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন জসিম উদ্দিন মোল্লা। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন দুজন। একজন মো. আসলাম আর অপরজন মো. মহসীন । মহসীন পান শূন্য ভোট অর্থাৎ তার নিজের ভোটটিও আসলামকে প্রদান করলে তার ভোট জিরো হয়ে যায়। তিনি কোন ভোটই পাননি।
অন্যান্য পদে নির্বাচিত হন- সহ-সভাপতি হুমায়ুন কবির কাজল (সাপ্তাহিক কালপুরুষ), সহ-সভাপতি মো: কবির হোসেন (দৈনিক সমকাল), সহ-সভাপতি নাজমুল করিম ফারুক (দৈনিক ইত্তেফাক), সহ-সভাপতি এম. এ. কাশেম ভুইয়া (দৈনিক সংবাদ), সহ-সভাপতি এস.এ. ডিউক (দৈনিক এদিন), যুগ্ম সম্পাদক মো: আবদুল হালিম (হালিম সৈকত) (সাপ্তাহিক কালপুরুষ), যুগ্ম সম্পাদক মো: শরিফ আহমেদ সুমন (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক মো: সজিব হোসেন (সাদ্দাম) (দৈনিক ডেসটিনি), কোষাধ্যক্ষ মো: জুয়েল রানা (দৈনিক দিন প্রতিদিন), দপ্তর সম্পাদক আরিফুল আলম (সাতদিনের কড়চা), প্রচার সম্পাদক মো: শফিকুল ইসলাম (দৈনিক খবরপত্র), আইন বিষয়ক সম্পাদক মো: রাশেদ ফরাজী (সপ্তাহের শেষদিন), সমাজকল্যাণ সম্পাদক মো: নজরুল ইসলাম (দৈনিক আলোর জগত), সহ-সমাজকল্যাণ সম্পাদক গাজী মো: পলাশ (বিশ্বমানচিত্র)।
সম্মানিত সদস্যবৃন্দ মফিজুর রহমান লিলু (দৈনিক কিষাণ), মো: শরিফুল ইসলাম (দৈনিক জনকণ্ঠ), বদিউল আলম হানিফ (সাতদিনের কড়চা), মোহাম্মদ আলাউদ্দিন ভূইয়া (সাপ্তাহিক কালপুরুষ), মো: শাজহাজান মাস্টার (দৈনিক রূপসী বাংলা), আনিসুর রহমান আনিস (সপ্তাহের শেষদিন), শামসুদ্দিন আহমেদ মুন্সি (সাগর) (দৈনিক খবর), রকিবুল হাসান, (দৈনিক সবুজ দেশ), মো: মহসিন (দৈনিক আমাদের অর্থনীতি)।