দেবিদ্বারের এমপির চাচা বিএনপি নেতা তারেক আটক

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার দেবিদ্বার থেকে নির্বাচিত সংসদ সদস্য আওয়ামীলীগ নেতা রাজী ফখরুল মুন্সীর চাচা হংকং বিএনপির সভাপতি এফএম তারেক মুন্সীকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।

দেবিদ্বার পোনরা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা আরও তিন ছাত্রদল নেতাকেও আটক করে পুলিশ।

আটককৃতরা হলো ১। এ এফ এম তারেক মুন্সী (৪৭) পিতা- মৃত নুরুল ইসলাম মুন্সী সাং- বনকুট সভাপতি, হংকং বিএনপি। ২। ইমরান হাসান (৩৫) পিতা- মৃত আমির হোসেন সরকার সাং- মাছুয়াবাদ, বর্তমান গোমতী অাবাসিক এলাকা সহ- সভাপতি, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল ৩। মোঃ আল আমিন হোসেন আমানত (৩৩) পিতা- শফিউল আলম সাং- বারেরা, ছাত্রদল কর্মী। ৪। মোঃ শাহ জামান(২৯) পিতা- মৃত শফিকুল ইসলাম সাং- দেবিদ্বার গোমতী আবাসিক সাংগঠনিক সম্পাদক, দেবিদ্বার উপজেলা ছাত্রদল।

তবে কি কারণে তাদের আটক করা হয়েছে তা পরে জানানো হবে বলে জানায় পুলিশ।

তারেক মুন্সী এর আগে আওয়ামীলীগের হয়ে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন এবং বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী রুহুল আমীন এর সাথে পরাজিত হন।

নির্বাচনে পরাজিত তারেক পরবর্তীতে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তবে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হলেও তাকে ঘিরে নেতাকর্মীদের সন্দেহ সংশয় রয়ে গেছে।

কেননা, তারেক উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের সমর্থন নিলেও তখনও হংকংয়ে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

আরো পড়ুন