আসলাম খান স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মারুফ আহমেদঃ কুমিল্লা সদর উপজেলার ২নং উত্তর দূর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় (সেনানিবাস সংলগ্ন) সোমবার “আসলাম খান স্কুল এন্ড কলেজে” ৩য় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আসলাম খান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাছান। বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা আর্দশ সদর সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মামুন মুন্সী, কুমিল্লা ক্যান্টনমেন্ট হাই স্কুলের (কুমিল্লা সেনানিবাস) সাবেক প্রধান শিক্ষক মোঃ ইসরাত হায়দার মামুন, সেনানিবাস পষর্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম মজুমদার, কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেকজান মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, আদর্শ সদর উপজেলার বি.এ. মুসলিম বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের, আসলাম খান গ্রুপ এর জেনারেল ম্যানেজার এম কে ইউনুছ মিয়া প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন-আসলাম খান স্কুল এন্ড কলেজের প্রশাসক মোঃ জহিরুল কাইয়ূম মজুমদার ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ ফেরদৌসি আক্তার, অনুষ্ঠানের সুন্দর্য বধর্নে নিরলস ভাবে কাজ করেছেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য অভিবাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রীত অতিথিগণ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।