কুমিল্লার হোমনায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

মারুফ আহমেদঃ যথাযোগ্য মর্যাদায় কুমিল্লার হোমনায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কো স্বীকৃত দিবসটি উপলক্ষে বুধবার বিকালে হোমনা উপজেলার প্রেসক্লাব প্রাঙ্গনে আওয়ামী লীগ নেতা ও আগামী নির্বাচনে হোমনা-তিতাস থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এনামুল হক ইমন এক আলোচনা সভার আয়োজন করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এনামুল হক ইমন বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। কিন্তু ঐতিহাসিক এই ভাষনকে নিষিদ্ধ করার চক্রান্তে লিপ্ত ছিল বিএনপি-জামায়াত। সব চক্রান্তকে পিছনে ফেলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দিয়ে দেশকে আরও এগিয়ে নিতে আগামী নির্বাচনেও সকলকে নৌকা মার্কার পাশে থাকার আহবান জানান তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, হোমনা উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি এসএম আলাল, সহ-সভাপতি জহিরুল ইসলাম কিশোর, হোমনা উপজেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সাধারন সম্পাদক রিপন সরকার, পৌর যুবলীগ নেতা শাহপরান, জাকারিয়া, মো. রিয়াদ, মো. জুয়েল, মহসিন, মো.রিপন আসাদপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক, সাধারন সম্পাদক আব্দুল হক মেম্বার, সাংগঠনিক সম্পাদক ছলিম মেম্বার, উপজেলা যুবলীগ নেতা সোহেল আক্তার, মোয়াজ্জেম হোসেন, জহির মিয়া,ঘারমোরা ইউনিয়ন যুবলীগ সভাপতি হাবিব মেম্বার, মাথাভাঙ্গা ইউনিয়ন যুবলীগ সভাপতি মান্নান, জয়পুর ইউনিয়ন সেচ্চাসেবক লীগ সাধারন সম্পাদক শামীম সিকদার ,যুবলীগ নেতা সোহেল, কায়সার আহমেদ মমিন, হাসানসহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্চাসেবকলীগ নেতাকর্মী ও এলাকার জনসাধারন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন