কুমিল্লায় বিপুল পরিমান ফেন্সেডিল ও শাড়ি কাপড় উদ্ধার
মো.জাকির হোসেনঃ কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল বিওপির অভিযানে ৯শ’ত ২৫ বোতল ফেন্সেডিল ও সদর উপজেলার বড়জ্বালা বিওপির অভিযানে ৩শ’ত ৮৮ পিস ভারতীয় শাড়ী কাপড় উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল বিওপি ক্যাম্পের ইনচার্জ সুবেদার টিপু সুলতান এর নেতৃত্বে বিজিবির একটি দল সোমবার রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী ঘিলাতলা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৯শ’ত ২৫ বোতল ফেন্সেডিল উদ্ধার করে।
এছাড়া বুধবার ভোর সাড়ে ৪ টায় সদর উপজেলাধীন বড়জ্বালা বিওপি ক্যাম্পের ইনচার্জ সুবেদার হুমায়ূন কবিরের নেতৃত্বে বিজিবির একটি দল ভারতীয় সীমান্তবর্তী নিশ্চন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ্য পথে আনা উন্নতমানের বিভিন্ন প্রকারের ৩শ’ত ৮৮ পিস শাড়ী কাপড় উদ্ধার করে। উদ্ধারকৃত শাড়ী কাপড়ের মূল্য প্রায় ২৭ লাখ ৭৩ হাজার টাকা।