বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে কাজ করতে হবে

আকবর হোসেনঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনন্তকাল মানুষের মাঝে বেঁচে থাকবেন। তাঁর গৌরবোজ্জল ইতিহাস মানুষকে জানতে হবে। স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে কাজ করতে হবে। গতকাল শনিবার কুমিল্লার লাকসাম উপজেলা, পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে এদেশের স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়। বিশ্ব ইতিহাসে এ ভাষণ অনন্তকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। সম্প্রতি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃত পেয়েছে। যখনি আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসে এদেশের উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. ইউনুছ ভূঁইয়া, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এড. আবু তাহের, মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, মহিলা সদস্য এড. তানজিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, মনোহরগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন, আবদুর রব, আনিসুর রহমান কাঞ্চন, পৌরসভা কাউন্সিলর আবদুল আলিম দিদার, খলিলুর রহমান, ওমর আলী, শাহজাহান মজুমদার, আবতাফ উল্লাহ চৌধুরী জন্টু, সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন মজুমদার, চেয়ারম্যান ওমর ফারুক, আবদুল আউয়াল আবুল, মহিন উদ্দিন চৌধুরী, আবদুল মন্নান, উপজেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খাঁন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ন.ফ কলেজ শাখা ছাত্রলীগ নেত্রী রাশেদা আক্তার নিশিসহ আরো অনেকে।

ওই দিন মোঃ তাজুল ইসলাম এমপি লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে কেক কাটেন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়াও লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের সামনে সাধারণ জনগণকে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষ্যে কেক কাটেন।

আরো পড়ুন