কুবিতে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ
কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বরিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষের শিক্ষার্থীদের এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশ্ববিদ্যালয়ের পরিবহন মাঠে সকাল থেকে বিকাল পর্যন্ত এ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন এম রবিউল আউয়াল চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মোঃ আবু তাহের।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আপনারা প্রস্তাব দেন আমি দু’মাসের মধ্যে প্রজেক্ট অনুমোদন করে দিব।’
এছাড়াও আবাসিক সংকট দূরীকরণসহ বিশ্ববিদ্যালয়কে তথ্য প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সহায়তার আশ্বাস প্রদান করেন মন্ত্রী।
এদিকে নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকাশনা ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় বার্তা’র উদ্বোধন করা হয়। এছাড়াও অনুষ্ঠানের শেষ ভাগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।