কুবিতে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত
ডেস্ক রিপোর্টঃ যৌন নিপীড়নের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসন বরখাস্তের এ আদেশ জারি করে। রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের বিষয়টি সাংবাদিকদের জানান।
রেজিস্ট্রার ড. তাহের জানান, দুই ছাত্রী ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ জি এম আজমল আলী কাওসারের বিরুদ্ধে লিখিতভাবে যৌন নিপীড়নের অভিযোগ করেন। এতে আজমল আলী কাওসারের বিরুদ্ধে সরকারি চাকরির শৃঙ্খলা বিধিমালা ১৯৮৫ এর ৩ (বি) ধারা অনুযায়ী অসাদাচরণ প্রতীয়মান হওয়ায় ঐ বিধিমালার ১১ (১) ধারা অনুযায়ী তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। তবে তিনি মূল বেতনের অর্ধেক প্রাপ্ত হবেন।
তার বিরুদ্ধে আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কবে নাগাদ তদন্ত কমিটি গঠন করা হবে এমন প্রশ্নে রেজিস্ট্রার জানান, উপাচার্যের নির্দেশে বিষয়টি এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের ‘যৌন নির্যাতন অভিযোগকল্পে প্রতিরোধ কমিটি’তে পাঠানো হচ্ছে।
গত ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সান্ধ্যকালীন কোর্সের (ইএমবিএ) দুই ছাত্রী বিভাগের সহকারী অধ্যাপক আজমল আলী কাওসারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেন। আজমল আলী বিগত কয়েক মাস ধরে ঐ ছাত্রীদেরকে সরাসরি ও ফেসবুকের ক্ষুদে বার্তায় অশ্লীল কথা ও কুপ্রস্তাব দেন। এমনকি তিনি এক ছাত্রীকে নিজের আপত্তিকর ছবিও পাঠান বলে অভিযোগ উঠে।