ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সম্মেলন

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনন্তকাল মানুষের মাঝে বেঁচে থাকবেন। তাঁর গৌরবোজ্জল ইতিহাস জানতে হবে। স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক সাথে কাজ করতে হবে।

গত মঙ্গলবার ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ এখন উচ্চ শিক্ষায় শিক্ষিত। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে আহ্বান জানাবো আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন এবং নতুন প্রজন্মকে সবসময় ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দিবেন।

সম্মেলনের মাধ্যমে ওয়াহিদ উল্লাহ মজুমদারকে সভাপতি ও আলহাজ্ব মোঃ ওসমান গণি ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের একটি নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ সফিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি মোঃ এনায়েত উল্লাহ এফসিএ, লাকসাম পৌরসভা মেয়র প্রফেসর আবুল খায়ের, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য এড. তানজিনা আক্তার, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল কাদের মিলু, আবুল কালাম চেয়ারম্যান, শাহাদাত হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ খাঁন রাজু, লাকসাম উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, আওয়ামীলীগ নেতা একে আজাদ কাজল, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সৌদি আরব প্রবাসী ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান সুমন, আওয়ামীলীগ নেতা লায়ন গাজী গোলাম সারোয়ার, লায়ন হারুনুর রশিদ, লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের সহ সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ডা. রাজিব সাহা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সাগর, চেয়ারম্যান ইকবাল হোসেন, আলী আহম্মদ, সাবেক চেয়ারম্যান আবদুল মন্নান মনু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি লুৎফর রহমান, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা শাহাজাহান ভূইয়া শামীমসহ আরো অনেকে। অনুষ্ঠানটিতে লাকসাম-মনোহরগঞ্জের আওয়ামীলীগের নেতাকর্মীদের এক মিলনমেলায় পরিণত হয়।

আরো পড়ুন