বুড়িচংয়ে যুবলীগ নেতা আবুর বাড়ী থেকে ৬ জুয়াড়ী আটক

ডেস্ক রির্পোটঃ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের যুবলীগ নেতা আবুর ঘর থেকে ছয় জুয়াড়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে উপজেলার আবিদপুর গ্রামের এই যুবলীগ নেতার ঘর থেকে জুয়া খেলার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। এসময় যুবলীগ নেতা আবু সহ ৪/৫ জন পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো যুবলীগ নেতা আবুর ঘরে জুয়ার আসর বসে।গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার(ডিবি) এস আই নন্দন সরকারে নেতৃত্বে পুলিশের কয়েকজন এএসআই ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের বারেক মিয়ার ছেলে ইউনুছ(৩৫),ইব্রাহীমের ছেলে আব্দুল কাদের(৩৫),তৈয়ব আলীর ছেলে আবুল বাসার(২৯),বুড়িচং উপজেলার আবিদপুরে আব্দুল করিমের ছেলে জাহাঙ্গীর (৩৫),আফতাব উদ্দিনের ছেলে আবুল মিয়া(৩৮),আব্দুল রশিদের ছেলে আব্দুল মান্নান(৫৩)কে আটক করে ডিবি অফিসে নিয়ে আসে।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (এস আই) নন্দন সরকার জানায়, যুবলীগ নেতা আবুর ঘর থেকে জুয়া খেলার সময় তাদের হাতে নাতে আটক করা হয়।পরে তাদের আদলতের মাধ্যামে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন