বুড়িচংয়ে যুবলীগ নেতা পলাশের হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতের বিক্ষোভ

বৃহস্প্রতিবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেরা যুবলীগের সাবেক সহ-সভাপতি সারওয়ার আলম পলাশের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সারওয়ার আলম পলাশের নৃশংস হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বুড়িচং উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ এর যৌথ উদ্যোগে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান।

বুড়িচং উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন ষোলনল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. সাইফ উদ্দীন মানিক, রহমান খান, বাকশীমুল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন, উপজেলা আওয়ামীলীগের সহদপ্তর সম্পাদক আলী আহাম্মদ ডিলার, উপজেলা আওয়ামীলীগের সদস্য রাসেল চৌধুরী, বাকশীমূল ইউনিয়ন আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান হিমেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রহিম খান রিপন, আ’লীগ নেতা জয়নাল হোসেন মেম্বার, বুড়িচং উপজেলা স্বেচ্চাসেবক লীগ সভাপতি লেনিন পিপু, সাধারণ সম্পাদ জাহিদ হাসান, যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, আওয়ামীলীগ নেতা শামিমুল ইসলাম হাবিউল, মীর মাহাবুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমন, উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান, কাজী বাহার, স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি রমিজ উদ্দীন, যুবলীগ নেতা সুমন ভুইয়া, হান্নান, রিপন খান, ছাত্রলীগ নেতা সোহাগ, হীরা , হাসিব, সালাউদ্দীন, ইকবাল, সোহাগ ভুইয়া, তুহিন, পাভেল, আলাউদ্দীন, আতিক ভুইয়া, এনায়েত, কামরুজ্জামান, যোবায়ের, সিয়াম, সিফাতসহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পরে নেতৃবন্দরা এক বিক্ষোভ মিছিল বের করে যা উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।

আরো পড়ুন