শুধু জয়ই চায় কুমিল্লা

ডেস্ক রিপোর্টঃ অন্যদের চেয়ে এক ম্যাচ কম খেলেও পয়েন্ট টেবিলের শীর্ষে দল। শেষ চারও নিশ্চিত হয়েছে গেছে ইতোমধ্যে। তথাপি বাকি ম্যাচ গুলোতে কোন গা ছাড়া ভাব দেখাতে রাজি নয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে দুই দিন বিরতীর পর্ব শনিবার মিরপুরে দিনের প্রথম খেলায় তারা মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। যেভাবেই হোক ম্যাচ জিতে নিজেদের অবস্থান সংহত করতে চায় দলটি।

৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তামিম ইকবালের দল। কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন শুক্রবার দলের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, শেষ চার নিশ্চিত হয়ে গেলেও গুরুত্বপূর্ণ। কারণ একটা দলের জয়রথ যে কোনও সময় থেমে যেতে পারে। আমরা তাই হারতে চাই না, প্রতিটি ম্যাচেই উন্নতি করতে চাই।’

মুখে না বললেও কোচের কথা এটা নিশ্চিত যে সেরা দুইয়ে থেকেই তার দল কোয়ালিফায়ার খেলতে চায়। যেখান থেকে জিতলেই সরাসরি ফাইনাল, হারলেও পাওয়া যাবে আরেকটি সুযোগ। তাই কোচ বলেছেন, ‘পরীক্ষা-নিরীক্ষার কোনও সুযোগ নেই। দলের জন্য সেরাটা দেওয়ার সামর্থ্য যাদের আছে, তাদেরকেই খেলাবো।’

আরো পড়ুন