Photo Credit: Shajalal Shaju

নিজস্ব প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ (ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে ঘোষণা করায় নগরীতে আনন্দ মিছিল বের করে মহানগর আওয়ামীলীগ।
বুধবার বিকেলে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির নেতৃত্বে কুমিল্লা টাউন হল থেকে মিছিলটি নগরীর কুমিল্লা টাউন হল মাঠ থেকে বের হয়।
মিছিলে অংশ নিতে দুপুর থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড ও অংগসংগঠনের ব্যানারে খন্ড খন্ড মিছিল আসতে থাকে টাউন হল মাঠে। মিছিলের পূর্বে হাজার হাজার নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি।

Photo Credit: Shajalal Shaju

পরে বিশাল একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। বর্ণাঢ্য এ র‌্যালিতে বিপুল লোক সমাগম হয়।

ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন: