কুমিল্লা আসছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদকঃ একটি মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কুমিল্লা আসছেন চলতি সপ্তাহে। তবে ঠিক কবে আসছেন সে সিদ্ধান্ত দেয়নি কেন্দ্র। দলের একটি সূত্রমতে ২৩, ২৪,২৫ অক্টোবর যে কোন দিন হতে পারে। শনিবার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ডেইলিকুমিল্লানিউজকে বলেন, চৌদ্দগ্রামের একটি হয়রানিমূলক মিথ্যা মামলায় হাজিরা দিতে দেশনেত্রী কুমিল্লায় আসবেন। তবে সে দিনটা কবে তা এখনো কেন্দ্র থেকে অফিসিয়ালি জানানো হয়নি।

উল্লেখ্য গত ৯ অক্টোবর চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করে কুমিল্লার আদালত। কুমিল্লার জেলা ও দায়রা জজ বেগম জেসমিন আরা এ আদেশ দেন। কুমিল্লার আদালতের পিপি এড.মোস্তাফিজুর রহমান লিটন জানান, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে ৮ যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন।পরে এ ঘটনায় ৫৬ জনের নামউল্লেখ ২০ জনকে অজ্ঞাত আসামী দেখিয়ে মামলা দায়ের করা হয়।মামলায় বেগম খালেদা জিয়া সহ বিএনপির শীর্ষস্থানীয় ৬ নেতাকে হুকুমের আসামি করা হয়।খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম চার্জশিট দাখিল করেন।আদালত চার্জশিট গ্রহণ করে খালেদা জিয়াসহ ৪৬জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

আরো পড়ুন