লাকসামে অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো “ভিক্টোরি”

চলমান করোনা পরিস্থিতিতে লাকসামে আলোড়ন সৃষ্টিকারী স্বেচ্ছাসেবী সংগঠন “ভিক্টোরি অফ হিউমিনিট্যি অর্গানাইজেশন” একটি টিম উপজেলার ৪নং কান্দিরপাড় ইউনিয়নে ভাকড্যা গ্রামের শ্রমিক সংকটে পড়া অসহায় এক কৃষকের ধান কেটে বাড়িতেই পৌঁছে দিয়েছে।

সোমবার (৪মে) কাক ডাকা ভোর থেকে চলতি ইরি মৌসুমে ১০ম বারের মতো এ স্বেচ্ছাসেবী সংগঠন বিপাকে পড়া কৃষকদের পাশে দাড়িয়েছে।
এসময় স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, সমাজসেবা সম্পাদক ইমরান মাহমুদ, সদস্য মাইনুল ইসলাম রাসেল, আরিয়ান মামুন, শহীদুল ইসলাম, ইমাম হোসেন, কাউসার আলম, মোহাসিন আলম, হৃদয় আল হাসান, শরীফ হোসেন, রিয়াজ হোসেন, ওসমান গণি, মোঃ ওসমান গণি, জাহিদ হোসেন, মারুফ হোসেন, ফয়সাল আহমেদ, রাজীব হোসেন, পারভেজ আহমেদ, রনি, মেহেদী হাসান মানবতার সেবায় নিয়োজিত ছিলেন।

ধান কাটা বিষয়ে সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি বলেন, করোনা ভাইরাসের কারণে যেখানে সাধারণ মানুষ বিপদে পড়বে, সেখানে ভিক্টোরি অফ হিউম্যানিটি অর্গানাইজেশন সবসময় থাকবে মানবতার সেবায়। মানব সেবায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

আরো পড়ুন