কুমিল্লা বোর্ডে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে
মামশাদ কবীরঃ সারাদেশের ন্যায় রোববার কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কুমিল্লা বোর্ডে এবার মেয়েদের তুলনায় ফলাফলের দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছে।
কুমিল্লা বোর্ডে এবারে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ৭’শ ১১ জন। উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৮’শ ৯৭ জন। তার মাঝে ৮১.২৯% পাশ করেছে ছাত্র এবং ৭৯.৬৯% ছাত্রী উত্তীর্ণ হয়েছে।
কুমিল্লা বোর্ড সুত্রে জানা যায়, এবারে কুমিল্লা বোর্ডেও ৬টি জেলার ১ হাজার ৭’শ ০৭টি শিক্ষা প্রতিষ্ঠাণ থেকে সর্বমোট এক লক্ষ ৮২ হাজার ৭’শ ১১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মাঝে ছাত্র ছিল ৮১ হাজার ২’শ ৪০ জন এবং ছাত্রী ছিল ১ লাখ ০১ হাজার ৪’শ ৭১ জন। উত্তীর্ণ হয়েছে মোট ১ লাখ ৪৬ হাজার ৮’শ ৯৭ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ছাত্র ৬৬ হাজার ৩৭ জন,ছাত্রী ৮০ হাজার ৮’শ ৬০ জন। এছাড়াও বোর্ডেও মোট জিপিএ-৫ সংখ্যার দিক থেকেও মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। কুমিল্লা বোর্ডের মোট জিপিএ-৫ সংখ্যা এবছর ৬ হাজার ৮’শ ৬৫ জন। তার মাঝে ৩ হাজার ৪’শ ৮৬ জন ছাত্র এবং ৩ হাজার ৩’শ ৭৯ জন ছাত্রী।