বেপরোয়া বাসের চাপায় আহত কুবি শিক্ষার্থী
কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আবারও ভাড়ায় চালিত বি আর টি সি বাসের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের চালকদের খামখেয়ালিপনা ও প্রশাসনকেই দায়ি করছে শিক্ষাথীরা। বার বার এমন ঘটনা ঘটার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাক থাকায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২.০০ টায় বিশ্ববিদ্যালয় পরিবহন মাঠ থেকে ঘুরিয়ে ক্যাম্পাসের প্রধান সড়কে উঠার সময় বিশ্ববিদ্যালয়ের জন্য ভাড়ায় চালিত বি আর টি সি’র একটি বাস (ঢাকা মেট্রো গঃ ১১-৫৫২২) ধাক্কা দেয় ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মাহামুদুল হাসানকে। এ সময় মাহামুদুল মাঠে পড়ে যায়। এ দৃশ্য প্রত্যক্ষ করার পরেও বাস চালক কোন কিছু তোয়াক্কা না করে মাহমুদুলের পায়ের উপর দিয়ে বাস চালিয়ে নেয়। এতে গুরুতর আহত অবস্থায় মাহমুদুলকে সেখান থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসা হয়। পরে মেডিকেল সেন্টারের কর্তব্যরত ডাক্তাররা তার পায়ে ড্রেসিং ও ব্যন্ডেজ করে কুমিল্লা মেডিকেল কলেজে হস্তান্তর করে।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসকরা জানান, ‘মাহমুদুলের ডান পায়ের বেশ কয়েকটি জায়গায় জখম হয়েছে। পায়ের পাতার হাড়গুলো ভেঙ্গে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজে হস্তান্তর করা হয়েছে।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভাড়ায় চালিত বি আর টি সি পরিবহনের বাস ও চালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নানা সময়ে বিভিন্ন অভিযোগ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন কর্ণপাত করেননি। যার ফলে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে এমন দূর্ঘটনা। এ বছরে ২৯ মার্চ কুমিল্লা কোটবাড়িতে বাসের চাপায় গুরুতর আহত হয় বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী শিহাব উদ্দিন। এছাড়াও বিভিন্ন সময়ে বি আর টি সি পরিহনের ত্রুটিপূর্ণ বাস এবং চালকদের বেপরোয়া গতির কারণে ছোট-বড় দূর্ঘটনার শিকার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পরিবহন কমিটির আহবায়ক কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি জেনেছি এবং এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগও পেয়েছি। উপাচার্য স্যারের সাথে আলোচনা করে এ নিয়ে যত দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’