মনোহরগঞ্জে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস পালিত

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে ১৫ই আগষ্ট বুধবার স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ আবু জামাল খাঁন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ আবু তৈয়ব মোঃ ফখরুদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার মজুমদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কমান্ডার আবদুল আজিজ, মৈশাতুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোঃ সেলিম কাদের চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এমএইচ নোমান, মৈশাতুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমজাদ হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক আবুল খায়ের, নীলকান্ত কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন সাগর, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মুন্না, সাংগঠনিক সম্পাদক তাপস দে, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরো পড়ুন