শিক্ষার্থীদের বাস নিজে চালালেন কুবি উপাচার্য
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা বিশ্ববিদ্যলয়ের (কুবি) শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা নিরসনে নতুন আরও একটি বাস যুক্ত করা হয়েছে।
সোমবার কুবি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী নিজে গাড়ি চালিয়ে নতুন বাসের উদ্বোধন করেন। এ সময় তিনি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ফিতা কেটে বাসে চড়ে বসেন।
এ সময় কুবির রেজিস্ট্রার ড. আবু তাহের, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল আউয়াল চৌধুরী, প্রক্টর কাজী কামাল উদ্দিন, অর্থনীতি বিভাগের শিক্ষক স্বপন চন্দ্র মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি জিনাত আমান, কর্মচারী সমিতির সভাপতি দিপক চন্দ্র মজুমদার ও কুবির ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে কুবির ভিসি জানান, ৪০ আসনের নতুন এ বাসটি হিনো কোম্পানি থেকে প্রায় ৭৮ লাখ টাকায় কেনা হয়েছে। অর্থের ব্যবস্থা হলে শিক্ষার্থীদের পরিবহন সমস্যা নিরসনে আরও কয়েকটি বাস কেনার পরিকল্পনা রয়েছে।