বুড়িচংয়ে দ্রুতগতির ট্রাক চাপায় মাইক্রোর ৮ যাত্রী আহত

মো. জাকির হোসেনঃ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় ৮জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলার সাড়ে ১১টার দিকে উপজেলার কোরপাই এলাকায় চট্টগ্রামগামী দ্রুত গতির একটি ট্রাক যাত্রীবাহী মাইক্রোবাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই মাইক্রোর যাত্রী ছিলেন বলে জানা গেছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোরপাই এলাকায় মালবাহী একটি ট্রাক যাত্রীবাহী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় মাইক্রোটি দুমড়েমুচরে যায়। এ ঘটনায় ৮জন গুরতর আহত হয়।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে। এর মধ্যে ২জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, ১জনকে কুমিল্লা ট্রমা সেন্টারে, একজনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকী চারজনকে মহাসড়কের পাশের কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতদের মধ্যে ৪জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের আনোয়ার হোসেন (৩২), বুড়িচং উপজেলার নয়কামতা গ্রামের আফজলের নেছা (৭০), একই গ্রামের মাহবুবা আক্তার (২২) ও হাজেরা বেগম (৩৫)। তাদেরকে ইস্টার্ন মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছ্।ে

আরো পড়ুন