লাকসামে নবাব ফয়জুন্নেছার মৃত্যু বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
মোঃ মিজানুর রশিদঃ লাকসামে পাক-ভারত উপমহাদেশের একমাত্র মহিলা নবাব, নারী শিক্ষার অগ্রদুত, একুশে পদক প্রাপ্ত মহিয়সী নারী নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর ১১৫তম মৃত্যুবার্ষিকী গতকাল রবিবার র্যালী, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে।
নবাব ফয়জুন্নেছা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমতিয়াজ আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে¡ নওয়াব ফয়জুন্নেছা সরকারী কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানী এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এম.পি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইউনুছ ভুঁইয়া। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর আবদুল মালেক চৌধুরী, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহববত আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে নওয়াব ফয়জুন্নেছার বাড়ি সংলগ্ন তাঁরই প্রতিষ্ঠিত নবাব বাড়ী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে ওই মহিয়ষী নারীর সমাধিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পন ও মোনাজাত করা হয়।
এ ছাড়াও, তারই প্রতিষ্ঠত নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পৃথক পৃথক ভাবে আলোচনা সভা, র্যালীর মাধ্যমে দিবসটি পালিত হয়।