দেবিদ্বারে ৯৩ টি পূজা মন্ডবে অনুদানের চেক বিতরণ
মোঃ ফখরুল ইসলাম সাগরঃ কুমিল্লার দেবিদ্বারে হিন্দু সম্প্রদায়ের সার্বজনীয় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার প্রায় ৯৩ টি পূজা মন্ডবের সভাপতি/ সাধারণ সম্পাদকদের সাথে উপজেলা নির্বাহী অফিস সম্মেলন কক্ষে শনিবার সকাল ১১ টায় এক মতবিনিময় সভা ও পূজা মন্ডবে অনুদানের চেক বিতরন করেন অনুষ্টানের প্রধান অতিথি কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের সংসদ রাজী মোহাম্মদ ফখরুল এমপি।
উপজেলা পূজা উদযাপন পরিষদ দেবিদ্বার শাখার সভাপতি ডা. রবীন্দ্র চন্দ্র পাল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক চক্রবর্তীর সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, যুবলীগের উপজেলা সভাপতি হাজী আবুল কাশেম ওমানী, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাজী মো. সহিদুল্লাহ খাজা, পুজা উদযাপন পরিষদে সাবেক সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দাস, ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলা সভাপতি আবু কাউছার অনিক, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, উপজেলা যুবলীগের সদস্য মসিউর রহমান সুমন, স্বেচ্ছাসেবক লীগের কুমিল্লা উত্তর জেলার সদস্য মো. সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের আহাবয়ক ইকবাল হোসের রুবেল, প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি রাজী মোহাম্মদ ফখরুল এমপি বক্তব্যে বলেন, বাংলাদেশে আর কোন সরকার পারেনি সংখ্যালুঘুদের এতো নিরাপত্তা দিতে। বিগত চারদলীয় জোট সরকারের আমলে হিন্দু সম্প্রদায় বিভিন্ন নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছিলো, তাদের পূজা মন্ডবের মূর্তী ভেঙ্গে দেয়া হয়েছিলো। একমাত্র বর্তমান সরকার ও জাতীর জনক শেখ মজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাই সংখ্যালুঘুদের শতভাগ নিরাপত্তা দিতে পেরেছেন। দেবিদ্বারে আস্তে আস্তে পূজা মন্ডবের সংখ্যা বাড়ছে এবং আরও বাড়বে। তিনি প্রতিটি পূজা মন্ডবের উপর সর্বদা দৃষ্টি রাখতে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনী কে নির্দেশ দেন।