কুমিল্লায় ইভিএমে ভোট গ্রহণ প্রদর্শন আজ
ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ কুমিল্লায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ পদ্ধতি প্রদর্শন করা হবে। গত বুধবার বিকেলে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ অক্টোবর কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে দিনব্যাপী ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ পদ্ধতি প্রদর্শন করা হবে। একই সঙ্গে নগরের ঝাউতলা এলাকার পুরুষ ও নারী ভোটারদের হাতে–কলমে ডেমো ভোট প্রদানের ব্যবস্থা করা হবে। কুমিল্লা নগরের প্রথম কান্দিরপাড় দক্ষিণ ঝাউতলা এলাকার পুরুষ ও ঝাউতলা প্রথম কান্দিরপাড় এলাকার পুরুষ ও নারী ভোটারদের ইভিএমে ভোট প্রদান শেখানো হবে। সকাল থেকে রাত নয়টা পর্যন্ত ইভিএম প্রদর্শন করা হবে।
ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের পদ্ধতি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব খোন্দকার মিজানুর রহমান। সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। বিশেষ অতিথি থাকবেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, স্থানীয় সরকার কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ আজিজুর রহমান।