কুমিল্লার ১১ আসনে চূড়ান্ত প্রার্থী যারা
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার ১১টি আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং সাতটিতে জাপার (এরশাদ) প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে। জেলার কোন আসনেই আওয়ামী লীগ ও বিএনপির কোন বিদ্রোহী প্রার্থী নেই। বিএনপি ১১টি আসনের মধ্যে আটটিতে একক দলীয় প্রার্থী দিয়েছে। তিনটি আসন (কুমিল্লা-৭-চান্দিনা) ২০ দলীয় জোটের এলডিপি প্রার্থী, (কুমিল্লা-৪-দেবিদ্বার) ঐক্যফ্রন্টের জেএসডি প্রার্থী ও (কুমিল্লা-১১-চৌদ্দগ্রাম) ২০ দলীয় জোটের জামায়াতকে ধানে শীষ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়েছে। জেলার ১১টি আসনে রবিবার প্রত্যাহার শেষে মোট ৮৫ জন প্রার্থী চূড়ান্ত হয়েছে। মোট ১৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা): মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া (আওয়ামী লীগ), ড. খন্দকার মোশাররফ হোসেন (বিএনপি), আবু জায়েদ আল-মাহমুদ (জাতীয় পার্টি), মোহসিন উদ্দিন বেলালী (বাংলাদেশ খেলাফত মজলিশ), আলতাফ হোসাইন (ইসলামী ঐক্যজোট), মাওলানা সুলতান মহিউদ্দিন (বাংলাদেশ খেলাফত আন্দোলন), বশির আহমেদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আল-আমিন ভূইয়া।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস): সেলিমা আহমাদ (আওয়ামী লীগ), ড. খন্দকার মোশাররফ হোসেন (বিএনপি), আমির হোসেন (জাতীয় পার্টি), মোহাম্মদ আশরাফুল আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আ. লতিফ স্বপন (জাকের পার্টি), নুরে আলম ভূঁইয়া (বাংলাদেশ মুসলিম লীগ), জাকির হোসেন (বাংলাদেশ তরিকত ফেডারেশন) ও গোলাম মুস্তফা (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট)।
কুমিল্লা-৩ (মুরাদনগর): ইউসুফ আবদুল্লাহ হারুন (আওয়ামী লীগ), কেএম মজিবুল হক (বিএনপি), হেলাল উদ্দিন (বাংলাদেশ জাতীয় পার্টি), কামাল উদ্দিন ভূইয়া (পিডিপি), কাজী নজরুল ইসলাম (জাকের পার্টি), নাজমা আক্তার (জাতীয় পার্টি), আলমগীর হোসেন (জাতীয় পার্টি), আহমদ আবদুল কাইয়ূম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কাজী জাহাঙ্গীর আমীন (জাতীয় পার্টি-জেপি), জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ, কাজী মোস্তাকিম আহমেদ, আবদুল্লাহ নজরুল ও হেলাল উদ্দিন (স্বতন্ত্র), আকবর আমিন বাবুল (গণফোরাম)।
কুমিল্লা-৪ (দেবিদ্বার): রাজী মোহাম্মদ ফখরুল (আওয়ামী লীগ), আবদুল মালেক রতন (জেএসডি-ঐক্যফ্রন্ট), ইকবাল হোসেন রাজু (জাতীয় পাটি), ডা. মো. মহসিন আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. বিন ইয়ামিন সরকার (ইসলামী ঐক্যজোট), আবদুল হালিম (জাকের পার্টি)।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া): আবদুল মতিন খসরু (আওয়ামী লীগ), অধ্যক্ষ মো. ইউনুস (বিএনপি), মোহাম্মদ তাজুল ইসলাম (জাতীয় পার্টি), মো. নুরুল আলম ভূঁইয়া (জাকের পার্টি), মাওলানা মো. রাশেদুল ইসলাম রহমতপুরী (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা), আবদুল্লাহ আল ক্বাফী রতন (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), শাহ আলম (ইসলামী ঐক্যজোট)।
কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সিটি করপোরেশন এলাকা): আ.ক.ম বাহাউদ্দিন বাহার (আওয়ামী লীগ), মোহাম্মদ আমিন-উর রশিদ ইয়াছিন (বিএনপি), আবুল হোসেন মজুমদার (জাকের পার্টি) ও মো. তৈয়্যব (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
কুমিল্লা-৭ (চান্দিনা): অধ্যাপক মো. আলী আশরাফ (আওয়ামী লীগ), রেদোয়ান আহমেদ (এলডিপি-২০ দলীয় জোট), মো. শাহজাহান সিরাজ (বাংলাদেশ জাতীয় পার্টি), অধ্যাপক মো. আবু তাহের (জেএসডি), মো. নোমান মাযহারী (খেলাফত মজলিশ) ও মো. আবুল কালাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), লুৎফুর রেজা খোকন (জাতীয় পার্টি), সুলতান মঈন আহমেদ (কল্যাণ পার্টি)।
কুমিল্লা-৮ (বরুড়া): নাছিমুল আলম চৌধুরী নজরুল (আওয়ামী লীগ), নুরুল ইসলাম মিলন (জাতীয় পার্টি-মহাজোট), জাকারিয়া তাহের সুমন (বিএনপি), আবুল ফারাহ মো. আবদুল আজিজ (বাংলাদেশ খেলাফত আন্দোলন), খোন্দকার জিল্লুর রহমান (বাংলাদেশ মুসলিম লীগ), শরীফুল ইসলাম (জাকের পার্টি), মো. আহসান উল্লাহ (বাংলাদেশ ওয়ার্কাস পার্টি), মো. দুলাল মিয়া (গণফ্রন্ট), মিজানুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ): মো. তাজুল ইসলাম (আওয়ামী লীগ), এম. আনোয়ার-উল আজিম (বিএনপি), সেলিম মাহমুদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আবদুল আউয়াল (বাংলাদেশ মুসলিম লীগ), মো. আবু বকর সিদ্দিক (ইসলামী ঐক্যফ্রন্ট), টিপু সুলতান (জাকের পার্টি) ও এটিএম আলমগীর (স্বতন্ত্র)।
কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট): আ হ ম মুস্তফা কামাল (আওয়ামী লীগ), মো. মনিরুল হক চৌধুরী (বিএনপি), এম অহিদুর রহমান (ন্যাশনালস্ পিপলস্ পার্টি-এনপিপি), একেএম আবদুস সালাম মজুমদার (জাকের পার্টি), মো. জামাল উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও মো. লুৎফুর রহমান (স্বতন্ত্র)।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম): মো. মুজিবুল হক (আওয়ামী লীগ), ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (জামায়াত), মাওলানা শামছুল হক জিহাদী (বিকল্পধারা), তাজুল ইসলাম বাবুল (জাকের পার্টি) ও কামাল উদ্দিন ভূঁইয়া (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।