কুভিক স্মরণিকা “বেলাশেষে-২” এর মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
মাহদী হাসানঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মাস্টার্স শেষ পর্ব (২০১৫-১৬) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিদায়ী স্মরণিকা “বেলাশেষে-২” এর মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সকালে কলেজ অডিটোরিয়ামে বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগতা হওয়ার জন্যে আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশের জনশক্তিকে সম্পদে পরিণত করতে হলে আমাদের মেধাবী শিক্ষার্থীদের উদ্যোগতা হওয়ার স্বপ্ন দেখতে হবে।
একজন সফল উদ্যোগতা একহাজার শিক্ষিত বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারে।
শুধু তাই নয় পাশাপাশি তোমাদের দেশাত্মবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে।
বিভাগের প্রধান প্রফেসর ড. মোকাদ্দেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর বিজয় কৃষ্ণ রায়।
বিশেষ অতিথির বক্তব্যে কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, আজকের তরুণ প্রজন্মই আগামীর উন্নত বাংলাদেশ গড়ার অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাই নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
বিভাগের শিক্ষার্থী আনুয়ারুল আজীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ইমাম হোসেন, মো. আনোয়ার হোসেন, স্বরণিকা (বেলাশেষে -২) এর আহবায়ক মোঃ ফিরোজ আলম, সহকারী অধ্যাপক মো. তাবারুক উল্লাহ, রুবিনা বেগম, মাছুম মিল্লাত মজুমদার, প্রভাষক মো. জাকির খান,নূর মোহাম্মদ নূরুল্লাহ, মো. ইস্রাফিল পাটোয়ারী সহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ ।