ব্রাহ্মণপাড়ায় জানাজার পর মোনাজাত নিয়ে ইমামের ওপর হামলা

ডেস্ক রিপোর্টঃ জানাজার নামাজের পর মোনাজাত পড়া না পড়া নিয়ে মুসল্লিদের হামলায় এক মসজিদের ইমাম আহত হয়েছেন। পরে পুলিশ ওই ইমামকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

সূত্র জানায়, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ছফরের বাড়ি জামে মসজিদ মাঠে সোমবার বাদ আসর আবদুল হানিফ মিস্ত্রির জানাজা শেষে মোনাজাতের পক্ষে-বিপক্ষে মুসল্লিদের মাঝে তর্ক-বিতর্ক হয়।

একপর্যায়ে মোনাজাতের পক্ষের মিরকিল্লা পাড়া শাহী জামে মসজিদের ইমাম ও কল্পবাস নোয়াপাড়া মুহিব্বানে রহমাতুল্লিল আলামিন এবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা গাজী আবদুল হাফিজ আল কাদেরীর ওপর একপক্ষ হামলা করে তাকে কিলঘুষি মেরে মারাত্মকভাবে আহত করে।

তিনি দৌড়ে মৃত ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে থানার এসআই হাফিজ আহাম্মদ ফোর্স নিয়ে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এসআই হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ইমাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সূত্রঃ যুগান্তর

আরো পড়ুন