কুমিল্লা বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ফের শ্রমিক আহত
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ফের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সারওয়ার হোসেন (৪০) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্প্রসারিত অংশের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। আহত শ্রমিকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু হলের তৃতীয় তলায় গাঁথুনি দেয়ার কাজ করছিলেন সারওয়ার। গাঁথুনি দেয়া শেষ হলে তিনি মাচায় উঠে ঝাড়– দিতে গেলে নতুন দেয়া ইটগুলো ধসে তার উপর পড়ে। এসময় তিনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে তিন তলা থেকে নিচে পড়ে যান। তখন আশেপাশে শ্রমিকরা দেখতে পেয়ে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেলে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার শাহিদা আক্তার বলেন, ‘আহত শ্রমিকের অবস্থা গুরুতর। বাঁ পায়ের ফিমার ভেঙ্গে গেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এছাড়া শরীরের বিভিন্ন অংশে জখম আছে প্রাথমিক চিকিৎসা শেষে আমরা কুমিল্লা মেডিকেলে স্থানান্তর করেছি।’
পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক মো: শাহাবুদ্দিন বলেন, এর আগের ঘটনায় আমরা ঠিকাদারের সাথে নিরাপত্তা জোরদারের বিষয়ে কথা বলেছিলাম। আজকের ঘটনা নিয়ে আমরা রবিবার ভিসি স্যার এবং রেজিস্ট্রার স্যার আসলে ঠিকাদার কে নিয়ে বসবো। এ ঘটনার ব্যাবস্থা গ্রহণ করা হবে।’
ঠিকাদার মো: মিলন কে একাধিকবার ফোন দেয়া হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, ‘আমরা এর আগেও ঠিকাদারের সাথে শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে বসেছি হলের নিচ দিয়ে শিক্ষার্থীরা আসা যাওয়া করে। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা রবিবার ওদের সাথে বসে কঠোর অবস্থানে যাবো। আর আহত শ্রমিকের চিকিৎসার বিষয়ে আমরা বলে দিয়েছি।’
উল্লেখ্য, একই হলের সম্প্রসারিত কাজ করতে গিয়ে গত ৩ ডিসেম্বর চার তলা ছাদ থেকে পড়ে একজন শ্রমিক গুরুতর আহত হয়।