বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ মা ও মেয়ে আটক

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং থানার এসআই পুষ্প বরন চাকমা গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং ্উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী মা ও মেয়েকে আটক করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বুড়িচং থানায় মাদক আইনে ওই রাতে থানায় একটি মামলা দায়ের করে। শুক্রবার সকালে থানা পুলিশ আটক নারী মাদক ব্যবসায়ী ২ জনকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান বুড়িচং থানার এসআই পুষ্প বরন চাকমা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সীমান্তবর্তী এলাকা রাজাপুর ইউনিয়নের কুমিল্লা-সালদা সড়কের পাচোড়া এলাকায় অভিযান চালিয়ে ২ নারীকে তল্লাশী করে ৬ কেজি গাঁজা উদ্বার করে। গাঁজাসহ আটককৃতরা সর্ম্পকে মা ও মেয়ে। আটককৃতরা হলো জেলার দাউদকান্দি উপজেলার চক্রতলা গ্রামের আকবর মিয়ার স্ত্রী শিল্পী আক্তার (৩২) একই এলাকার নুরুল ইসলাম এর জাহানারা বেগম (৫৫)। তারা বর্তমানে বসবাস করেন নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ছোট কাউসা গ্রামে।

একইদিন সন্ধ্যায় থানার এসআই মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাজাপুর ইউনিয়নের রাজাপুর রেল-ষ্টেশনের পশ্চিম পাশে গোপন সংবাদের ভিত্তিতে ১ কেজি গাঁজাসহ লিটন নামের একজনকে আটক করে। আটককৃত হলো উপজেলা রাজাপুর গ্রামের মোঃ মানিক মিয়া ছেলে লিটন মিয়া (২৭)।

এই ঘটনায়ও থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। আটক ৩জনকে পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

আরো পড়ুন