কুমিল্লা বরুড়ায় মামার বাসায় ভাগ্নির আত্নহত্যা
নিজস্ব প্রতিবেদকঃ বরুড়ায় মামার ভাড়া বাসায় শিশু রানী দে (১৬) নামের এক ছাত্রী ফাঁসি দিয়ে আত্নহত্যা করেছে বলে জানা যায়। কচুয়া উপজেলার মেঘদাইড় গ্রামের শুরু পদ চন্দ্রদের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বরুড়া উপজেলার পৌরসভা এলাকায় হাসপতাল রোড হাজী আক্তার হোসেনে বহুতল ভবনের ৬ষ্ঠ তলায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লক্ষন চন্দ্র পালের ভাগ্নি মিশু রানী দে তার বাসায় থেকে পড়াশোনা করতো। সে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এই বছর এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (২ মে) বিকালবেলা সে তার রুমে অবস্থানরত ছিলো। পাশের রুমে তার মামী ঘুমাচ্ছিলেন। বিকেল ৫টা দিকে তার মামা লক্ষন পাল বাসায় ঢুকে দরজার ফাক দিয়ে ভাগ্নির জুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মর্গে প্রেরন করে।
প্রতিবেশীরা জানায়, মিশু রানীকে তার মামা ও মামী নিজের সন্তানের চেয়েও বেশী আদর স্নেহ করতো। তার এমন কান্ডে তারা মানষিকভাবে ভেঙ্গে পড়েছেন।
খবর পেয়ে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।